Home
»
»Unlabelled
» ওয়েব এডমিনরা দেখে নিন, কিভাবে ডোমেইন নেম ফরওয়ার্ড বা রিডাইরেক্ট করবেন!
দীর্ঘদিন পর আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। তবে পোস্টটি সকলের জন্য না। তা শিরোনাম দেখে হয়তো অনেকে বুঝে গেছেন। পোস্টটি বিশেষ করে যারা ওয়েব এডমিন অর্থাৎ যাদের ওয়েবসাইট আছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পোস্ট। তো আমি যে বিষয়টা নিয়ে পোস্টটা তুলে ধরেছি হয়তো বিষয়টা অনেকে জানেন আবার অনেকে জানেনা। তো যারা জানেননা তাদের জন্য এই পোস্ট। তো চলুন শুরু করা যাক।
আমরা অনেক সময় কিছুকিছু ওয়েবসাইটে ভিজিট করতে গেলে একটা বিষয় লক্ষ করি সেটা হলো - যেকোন ইন্টারনেট ব্রাউজারের সার্চবারে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের যে নাম (ডোমেইন) লিখে ভিজিট করি তা পরিবর্তন হয়ে অন্য আরেকটি নাম (ডোমেইন) হয়ে যায় এবং আমরা যে ওয়েবসাইটে ভিজিট করতে চাই সেটাতেই ভিজিট করি। এই সিস্টেমটাকে বলে ডোমেইন বা ইউআরএল ফরওয়ার্ডীং অথবা ডোমেইন রিডাইরেক্ট। যেমন : "বাংলার অ্যাপস" সাইটটির আগের ডোমেইন নেম লিখে www.banglarapps.ml ভিজিট করলে নতুন একটি ডোমেইন নেমে www.banglarapps.epizy.com পরিবর্তন হয়ে যায়। প্রমাণ পেতে এখনি উপরের লিঙ্কে ভিজিট করে দেখুন।
আমরা ওয়েব এডমিনরা এই সিস্টেমটা চালু করে থাকি বিভিন্ন কারণে। এখন আমরা ডোমেইন নেম সার্ভারের মাধ্যমে ডোমেইন ফরওয়ার্ড বা রিডাইরেক্ট করব। আমি এখানে ডোমেইন নেম সার্ভার www.freenom.com দিয়ে দেখাচ্ছি। প্রথমে আপনার ডোমেইন নেম সার্ভারে লগইন করুন। তারপর আপনি যে ডোমেইন থেকে অন্য ডোমেইনে ফরওয়ার্ড বা রিডাইরেক্ট করতে চান, সেই ডোমেইনের Management Tools যান। এই বিষয়টা বুঝতে নিচের স্ক্রিনশটটি ফলো করুন।
স্ক্রিনশটে [০১] Management Tools, [০২] URL Forwarding তে ক্লিক করুন। তারপর নিচের স্ক্রিনশটটি ফলো করুন।
স্ক্রিনশটে দেখুন দুইটা অপশন আছে। একটা হলো URL Forwarding আরেকটা হলো Forward Mode. তো প্রথম বক্সে অর্থাৎ [০১] URL Forwarding বক্সে আপনার এই ডোমেইন নেমটিকে যে ডোমেইন নেমে ফরওয়ার্ড করতে চান, সেটা লিখুন। (যেমন : আমি একটি নতুন ডোমেইন (www.banglarapps.epizy.com) নেম নিয়েছি। এখন আমার আগের ডোমেইনটি (www.banglarapps.ml) এই নতুন ডোমেইন ফরওয়ার্ড করব। তাই এই বক্সে আমি নতুন ডোমেইনটি লিখব।) [০২] Forward Mode বক্সে দুইটা অপশন আছে এখান থেকে আপনি যেকোন একটা দিলেই হবে। তারপর Set URL বাটনে ক্লিক করুন।
ব্যাস! আপনার কাজ শেষ। এইবার প্রথম ডোমেইনটিতে ভিজিট করে দেখুন আপনার ডোমেইনটিতে ফরওয়ার্ড হয়ে নতুন ডোমেইনে চলে গিয়েছে। আর হ্যাঁ! একটা কথা মনে রাখবেন, হয়তো ডোমেইনটি সাথে সাথে ফরওয়ার্ড নাও হতে পারে তাই কিছুসময় অপেক্ষা করুন।
আর আমি এখানে শুধু একটা ডোমেইন নেম সার্ভার দিয়ে দেখিয়েছি। আশা করি অন্যান্য ডোমেইন নেম সার্ভারগুলাও একই সিস্টেমের হবে।
Recent Posts
- বাংলা সফটওয়্যারের আবিষ্কারের ইতিহাস জেনে নিন!27 Apr 20180
আজ আমি কোনো টিপস নিয়ে হাজির হয়নি। আজ হাজির হয়েছি প্রযুক্তির জগতে কিভাবে বাংলা সফটওয়্যারের আবির্ভাব হ...Read more »
- দেখে নিন বাংলার অ্যাপস সাইটের ভার্সন চার এর থিমস!22 Apr 20180
আপনারা হয়তো অনেকেই বাংলাদেশী সফটওয়্যার ও গেমস ইনফরমেশন বিষয়ক সাইট - www.BanglarApps.ml এর সাথে পরিচি...Read more »
- বাংলা বানান শেখার জন্য একটি অসাধারণ গেম, গেমও খেলুন এর পাশাপাশি বাংলা বানানও শিখুন!22 Apr 20180
আজকে আমি বাংলা বানান শেখার একটি অসাধারণ গেম নিয়ে হাজির হয়েছি। যার মাধ্যমে আপনি গেম খেলেও আনন্দ পাবেন...Read more »
- কম্পিউটার বা মোবাইল ব্যবহারের ফলে চক্ষুদ্বয়ের সমস্যা ও তা প্রতিরোধে করনীয়!17 Apr 20180
আমার আজকের পোস্টটি হলো কম্পিউটার বা মোবাইল ব্যবহারের ফলে চক্ষুদ্বের সমস্যা ও তা প্রতিরোধে করনীয় কি? ...Read more »
- ডাউনলোড করুন অসাধারণ একটি ডেস্কটপ ভার্সনের ওয়ার্ডপ্রেস থিম!16 Apr 20180
আজকে আমি অসাধারণ ডিজাইনের ডেস্কটপ ভার্সনের একটি ওয়ার্ডপ্রেস থিম নিয়ে হয়েছি। হয়তো আপনারা দেখে থাকবেন,...Read more »
- কোটা প্রথা কি? বাংলাদেশে কোটা পদ্ধতি কিভাবে এলো?14 Apr 20180
বাংলাদেশে প্রথম শ্রেণীর সরকারি চাকরিতে কোটা প্রথার সংস্কারের দাবিতে আন্দোলন, বিক্ষোভ করছে বিভিন্ন প্...Read more »
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.