আমরা অনেকেই অ্যান্ড্রয়েড মোবাইল বা স্মার্টফোন চালানোর পাশাপাশি নরমাল বা বাটন মোবাইল চালাই। তো ঐ বাটন মোবাইলে যে সিমটি লাগানো থাকে, ওটাতে যত SMS আসে সেগুলো ঐ সিমের মেমোরিতে সেভ হয়। কারণ, অনেক বাটন মোবাইল আছে, সেগুলোতে মেমোরি নাই। কোনো কাজে যদি আবার ঐ সিমটি অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোনে লাগাই। তখন যদি আমাদের ঐ সিমের কোনো SMS এর প্রয়োজন হয়, তখন তা দেখতে পাইনা। তো কিভাবে সহজে আমাদের অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোনে ঐ সিমের SMS গুলো বাহির করব, তা আমি স্ক্রিনশট আকারে নিচে তুলে ধরলাম। 

কার্যপ্রণালী :
প্রথমে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ম্যাসেজ সফটওয়্যারটি অপেন করুন। তারপর নিচের স্ক্রিনশটের মত ম্যাসেজ সফটওয়্যারটির অপশনে ক্লিক করে Settings লেখাটিতে ক্লিক করুন।

তারপর নিচের স্ক্রিনশটের মত Text Message (SMS) লেখাটিতে ক্লিক করুন।

তারপর নিচের স্ক্রিনশটের মত Manage Sim Card Message লেখাটিতে ক্লিক করুন।

তারপর আপনার কাঙ্খিত সিমটিতে ক্লিক করুন। যেমন আমি এখানে Robi সিমে ক্লিক করলাম। নিচের স্ক্রিনশটটি দেখুন।

এইবার কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর দেখবেন নিচের স্ক্রিনশটের মত আপনার সিমে থাকা ম্যাসেজগুলো ভেসে উঠেছে।

তাহলে আরকি, এখন থেকে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে উপরের দেওয়া নিয়মানুসারে সহজেই সিমে থাকা ম্যাসেজগুলা বের করে ফেলুন এবং দেখুন।





Post a Comment

 
Top