Home
»
»Unlabelled
» Cricket শব্দের অর্থ কি জানেন? Cricket শব্দের সাত অক্ষরের রয়েছে সাত অর্থ, জেনে Cricket শব্দের প্রকৃত অর্থ!
বর্তমানে ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় খেলা। বর্তমানে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে কম-বেশি ক্রিকেট খেলার প্রসার ঘটেছে। জনপ্রিয় খেলা ক্রিকেটের আক্ষরিক অর্থ আছে, কি সেটি জানেন? আভিধানিক অর্থে একটি পোকার নাম, ঝিঝি পোকা গবেষণায় দেখা গেছে ১৩০০ শতাব্দীতে ইংল্যান্ডে ‘ক্র্যা’ নামে এক ধরনের খেলা প্রচলন ছিল। পরবর্তীতে এটা ‘ক্রিট’ হয় – এর অর্থ বক্রদণ্ড। তখনকার দিনের খেলায় ব্যবহৃত ব্যাট ছি কিছুটা বাঁকানো।
.
তবে ক্রিকেট লেখকগণ বিশ্বাস করেন যে, ১৮৬৫ সালে এই ক্রিকেট খেলার প্রচলন হয়। অবশ্য কেউ কেউ বলেন, ১৬৫০ বা ১৬৯০ সালে ক্রিকেট খেলার প্রচলন ছিল।
.
সাত অক্ষরের সমষ্টি ক্রিকেট যা মানুষের জীবনের সাতটি গুণের ধারক। এই সাতটি গুণের আবর্তেই ক্রিকেট নামটির উৎপত্তি। নিচে আমি CRICKET এর এই সাতটি গুণের বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করেছি আসুন জানি কি সেই সাতটি গুণ। .
ইংরেজিতে CRICKET লিখতে হলে প্রথমে আসে ইংরেজি বর্ণমালার তৃতীয় অক্ষর ‘C’ । এটি Concentration -এর প্রথম অক্ষর। এর অর্থ হলো একাগ্রতা। ক্রিকেট খেলা জন্য একাগ্রতার যতেষ্ট প্রয়োজন আছে। ক্ষণিকের অমনোযোগিতা বা একাগ্রতার অভাবে বিপদ হতে পারে। যে কোন খেলোয়াড় ব্যাটসম্যান, বোলার কিংবা ফিল্ডার – প্রত্যেকেরই এটার যথেষ্ট প্রয়োজন। বিশেষ করে ব্যাটসম্যানদের ক্ষেত্রে তো অপরিহার্য।
.
পরের অক্ষর ‘R’ এসেছে Regularity অর্থাৎ নিয়মানুবর্তিতা থেকে। খেলায় Regularity না থাকলে শুধু ক্রিকেটই নয়, ক্রীড়াক্ষেত্রে কোনটাতেই সফল হওয়া যায় না। খেলোয়াড়দের নিয়মিত প্র্যাকটিস তাকে খ্যাতির শীর্ষে উঠতে সহায়তা করে। আর ক্রিকেট খেলায় এর প্রয়োজনীয়তা কতখানি তা সবারই জানা।
.
'I’ নেয়া হয়েছে Intelligence থেকে। এর অর্থ বুদ্ধিমত্তা। ক্রিকেট হলো বুদ্ধির খেলা। বিশেষ করে অধিনায়ক ও বোলারদের বুদ্ধির জোরে অনে খ্যাতিমান ব্যাটসম্যানকে অকালে উইকেট খোয়াতে হয়।
.
তারপরের অক্ষর ‘C’ হলো Courage -এর আদ্যক্ষর। Courage এর অর্থ হলো সাহস। দলে বিপদের সময় সাহসের সাথে রুখে দাঁড়ানোই ক্রিকেট খেলার সার্থকতা। ব্যাটসম্যানের সাহস না থাকলে শোয়েব আকতার, ব্রেট লি, ডেল স্টেইনদের মত ভয়ঙ্কর ফাস্ট বোলারদের বল মোকাবিলা করা সম্ভব নয়। ঠিক তেমনি একজন বোলার সাহসের অভাবে একজন ভাল ব্যাটসম্যানের বিরুদ্ধে ভাল বল করতে পারে না।
.
CRICKET -এর ‘K’ হলো Keenness – এর প্রথম অক্ষর। এর অর্থ বিচক্ষণতা। খেলার প্রতি মন-প্রাণ সঁপে না দিয়ে খেললে কখনও ভাল খেলা যায় না। ভাল ফিল্ডার হতে হলে কঠোর পরিশ্রমের প্রয়োজন।
.
‘E’ হলো CRICKET -এর ষষ্ঠ অক্ষর। ‘E’ অক্ষরটি এসেছে Energy অর্থাৎ শক্তিমত্তা থেকে। ক্রিকেট খেলতে হলে প্রচুর Energy দরকার। কারণ টেস্ট ম্যাচে পাঁচদিন পর্যন্ত খেলে যেতে হয়। কখন কখনও দলের প্রয়োজনে একটানা দুই-তিনদিন পর্যন্ত শুধু ব্যাটিং কিংবা ফিল্ডিং করতে হয়।
.
CRICKET -এর সর্বশেষ অক্ষর হলো ‘T’, যা Temperament -এর আদ্যক্ষর। Temperament – এর আভিধানিক অর্থ হলো সহনশীলতা। বিভিন্নন পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রেখে ক্রিকেট খেলতে হয় মাথা গরম করলেই একাগ্রতা বিঘ্নিত হয়। সেজন্য পরিস্থিতি অনুযায়ী মাথা ঠাণ্ডা রেখে ক্রিকেট খেলতে হয়।
.
তাহলে বোঝা যাচ্ছে CRICKET -এর ‘C’ হলো Concentration থেকে, ‘R’ হলো Regularity থেকে, ‘I’ হলো Intelligence থেকে, ‘C’ হলো Courage থেকে, ‘K’ হলো Keenness থেকে, ‘E’ হলো Energy থেকে, ‘T’ হলো Temperament থেকে গৃহীত। একমাত্র ক্রিকেট খেলাতেই এ সাতটি গুণের পরিচয় দিতে হয়। আর এখানেই হলো ক্রিকেট খেলার সার্থকতা। এজন্যই ক্রিকেট খেলার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
.
তথ্যসূত্র : অনলাইন।
.
বিঃ দ্রঃ প্রযুক্তি বিষয়ক যেকোনো সমস্যার সমাধান পেতে এই ফেসবুক গ্রুপ - http://www.facebook.com/groups/TripsBD তে জয়েন করুন।
Recent Posts
- বাংলা সফটওয়্যারের আবিষ্কারের ইতিহাস জেনে নিন!27 Apr 20180
আজ আমি কোনো টিপস নিয়ে হাজির হয়নি। আজ হাজির হয়েছি প্রযুক্তির জগতে কিভাবে বাংলা সফটওয়্যারের আবির্ভাব হ...Read more »
- দেখে নিন বাংলার অ্যাপস সাইটের ভার্সন চার এর থিমস!22 Apr 20180
আপনারা হয়তো অনেকেই বাংলাদেশী সফটওয়্যার ও গেমস ইনফরমেশন বিষয়ক সাইট - www.BanglarApps.ml এর সাথে পরিচি...Read more »
- বাংলা বানান শেখার জন্য একটি অসাধারণ গেম, গেমও খেলুন এর পাশাপাশি বাংলা বানানও শিখুন!22 Apr 20180
আজকে আমি বাংলা বানান শেখার একটি অসাধারণ গেম নিয়ে হাজির হয়েছি। যার মাধ্যমে আপনি গেম খেলেও আনন্দ পাবেন...Read more »
- কম্পিউটার বা মোবাইল ব্যবহারের ফলে চক্ষুদ্বয়ের সমস্যা ও তা প্রতিরোধে করনীয়!17 Apr 20180
আমার আজকের পোস্টটি হলো কম্পিউটার বা মোবাইল ব্যবহারের ফলে চক্ষুদ্বের সমস্যা ও তা প্রতিরোধে করনীয় কি? ...Read more »
- ডাউনলোড করুন অসাধারণ একটি ডেস্কটপ ভার্সনের ওয়ার্ডপ্রেস থিম!16 Apr 20180
আজকে আমি অসাধারণ ডিজাইনের ডেস্কটপ ভার্সনের একটি ওয়ার্ডপ্রেস থিম নিয়ে হয়েছি। হয়তো আপনারা দেখে থাকবেন,...Read more »
- কোটা প্রথা কি? বাংলাদেশে কোটা পদ্ধতি কিভাবে এলো?14 Apr 20180
বাংলাদেশে প্রথম শ্রেণীর সরকারি চাকরিতে কোটা প্রথার সংস্কারের দাবিতে আন্দোলন, বিক্ষোভ করছে বিভিন্ন প্...Read more »
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.