আজকে আরেকটি বাংলা কিবোর্ড সফটওয়্যারের পোস্ট নিয়ে হাজির হয়েছি। নতুন এই কিবোর্ড সফটওয়্যারটির নাম হচ্ছে অ্যাভ্রয়েড। Avroid একটি নতুন বাংলা কীবোর্ড যা রিদ্মিক কিবোর্ডের পুরাতন ভার্সনের মত। এটিতে বিজয় লেআউট এবং অভ্র লেআউট উভয় লেআউটেই বাংলা লিখতে পারবেন। নিচে থেকে অ্যাভ্রয়েড কিবোর্ডের ডাউনলোড লিংক ও এর সম্পর্কে বিস্তারিত জেনে নিন।


Avroid কিবোর্ডের ফিচার :
- ক্রমবর্ধমান, বৈশিষ্ট্য যোগ এবং বাগ সংশোধন করতে আপডেটের প্রতিশ্রুতি সঙ্গে পুরো আধুনিক।
- সহজ এবং অন্তঃসত্ত্বপূর্ণ ইউজার ইন্টারফেস।
- 150 ইমোজি।
- 60+ যতিচিহ্ন (সিম্বল)।
- নতুন নতুন থিম।
- অভ্রো, প্রভাত, জাতীয় এবং ইংরেজি লেআউট।
- তাৎক্ষণিক স্মাইলি।
- ওয়েব ডোমেন।
- অন্যান্য বাংলা কীবোর্ডের চেয়ে 3x শব্দ ফিক্স।

বিশেষ বৈশিষ্ট্য :
- কয়েকদিন পরপর থিম রিলিজ।
- টেলিগ্রাম গ্রুপ বা ইমেলের মাধ্যমে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সমর্থন (যোগাযোগের জন্য)।
- সর্বদা সর্বশেষ অ্যান্ড্রয়েড সংস্করণ পরিবর্তনের সঙ্গে আপ টু ডেট।

যোগাযোগ ব্যবস্থা :
সফটওয়্যারটি সম্পর্কে যেকোনো আলোচনা করতে Telegram গ্রুপে যোগ দিন। টেলিগ্রাম গ্রুপ লিংক - https://t.me/AvroidSupport সফটওয়্যারটির স্বেচ্ছাসেবকরা সবসময় যেকোন বিষয়ে আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে।

সফটওয়্যারটির ডেভেলপার :
তৈরিকারী : নাঈম অাদর ও জুনায়েদ আহনাফ নিরজর।
ডিজাইনার : মিনহাজুল আবেদীন।
কন্টেন্ট : সাইফ হাসান।

বিঃ দ্রঃ আমার এই ব্লগ সাইটের পাশাপাশি আমি আরেকটি ওয়েবসাইট নিয়ন্ত্রন করি। সেটি হলো বাংলাদেশী সফটওয়্যার ও গেমস ইনফরমেশন বিষয়ক সাইট। সাইটের লিংক - www.BanglarApps.ml এই সাইটে ভিজিট করে আপনি বাংলাদেশের ডেভেলপারদের তৈরি করা সফটওয়্যার ও গেমস সম্পর্কে তথ্য পাবেন।

Post a Comment

 
Top