আমাদের ব্লগ সাইটের প্রিয় ভিজিটর ভাইদের জন্য একটি বিশাল সুখবর। সুখবরটি হলো আমাদের ব্লগ সাইটটি পূণরায় আবার ফ্রিব্যাসিক্সের আওতাধীন হয়েছে। গতকালকে অ্যাক্টিভ হয়েছে, তবে শুধু বাংলাদেশ থেকে সাইটটি দেখা যাবে। তাই এখন থেকে আপনারা আপনাদের এমবি না থাকলেও আমাদের বা আপনাদের প্রিয় এই ব্লগ সাইটটি ভিজিট করতে পারবেন। এইজন্য আপনাকে যা করতে হবে, তা জানতে নিচে ফলো করুন।

আমাদের সাইটটি আপনার মোবাইলে ফ্রিব্যাসিক্সে যুক্ত করতে এখানে দুইটি ধাপ দেখাব। আপনি এই দুইটি ধাপের যে ধাপ দিয়ে করেন সেটা আপনার ইচ্ছা। (দুইটি ধাপ বলতে, ফ্রিব্যাসিক্স সফটওয়্যার এবং অন্যান্য ব্রাউজার।)

১ম ধাপ - ফ্রিব্যাসিক্স সফটওয়্যার : 
আমাদের সাইটটি ফ্রিব্যাসিক্স সাইট দিয়ে যুক্ত করতে প্রথমে ফ্রিব্যাসিক্স সফটওয়্যারটি ওপেন করুন। তারপর দেখুন উপরের ডানপাশে তিনট ডট আছে, ওটাতে ক্লিক করুন। তারপর দেখুন লেখা আছে "আরো পরিষেবাগুলি/More Services" এই লেখাতে ক্লিক করুন। তারপর উপরে যে সার্চ বক্স আসবে ওটাতে টাইপ করুন "OwnTips" আর সার্চ দিন। দেখবেন এই নামে দুইটা নাম চলে এসেছে। এখান থেকে যেকোন একটা ক্লিক করে যোগ করে নিন।

২য় ধাপ - অন্যান্য ব্রাউজার : 
আপনার মোবাইলের ব্রাউজার অপেন করুন। তারপর www.freebaaics.com সাইটে ভিজিট করুন। এইবার ওয়েবসাইটটির একমদ নিচে চলে যান। দেখুন সেখানে লেখা আছে, "আরো পরিষেবাগুলি যোগ করুন/Add more services" এই লেখাটিতে ক্লিক করুন। তারপর সার্চ বক্সে লিখুন ”OwnTips“ সার্চ দিন। একই নামে দুইটি সাইট চলে এসেছে। এইবার আপনি আপনার ইচ্ছেমত যেকোন একটি যোগ করে নিন। 

উপরোল্লিখিত এই দুইটি ধাপের যেকোন একটি ধাপ অনুসরণ করে আপনি আমাদের সাইটটি যুক্ত করে নিন এবং ফ্রিতে আমাদের সাইটে সবসময় ভিজিট করুন। 

আপনারা যারা আমাদের সাইটের পুরাতন ভিজিটর, তারা হয়তো জেনে থাকবেন। কিছুদিন আগে আমাদের সাইটটির ডোমেইন নেম এবং থিমস পরিবর্তন করেছিলাম। আমাদের আগের ডোমেইন নেমটিও এই ফ্রিব্যাসিক্সের আওতাধীন ছিল। তবে ডোমেইন বদলানোর কারণে এখন আর আগের যুক্ত করা ফ্রিব্যাসিক্স লিংক দিয়ে আমাদের সাইটে ফ্রিতে ভিজিট করা যাচ্ছেনা। তাই আমরা আমাদের নতুন নেওয়া ডোমেইন নেমটিও ফ্রিব্যাসিক্সে যুক্ত করেছি এবং তা গতকালকে অ্যাক্টিভ হয়েছে। তাই এই সুখবরটি আপনাদের জানানোর জন্য এই পোস্টটি করেছি। তো এখন থেকে এমবি দিয়ে বা ফ্রিতে যে যেভাবে পারেন, আমাদের সাইটের সাথে সবসময় অ্যাক্টিভ থাকুন এবং নিত্যনতুন টিপস ও অন্যান্য বিষয়ে জানুন।

Post a Comment

  1. শুভেচ্ছা,আমার ব্লগে আপনাকে স্বাগতম

    ReplyDelete

 
Top