ভাষার মাস ফেব্রুয়ারি মাস। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে বাংলা ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে অনেকেই তাদের জীবন দিয়েছেন। আর সেই ২১শে ফেব্রুয়ারির দিবসটা চলে গেল গতকালকে। তার পরিপ্রেক্ষিতে গতকালকে অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য একটি নতুন বাংলা লেখার সফটওয়্যার রিলিজ হয়েছে। যদিও এর আগে অনেক বাংলা লেখার সফটওয়্যার বাহির হয়েছে এবং এরমধ্যে অনেকগুলো জনপ্রিয় সফটওয়্যারও আছে। তবে এই সফটওয়্যারটি একটু অন্যরকম তাই আপনাদের সাথে এই নতুন সফটওয়্যারটি শেয়ার করলাম। এটিই এই প্রথম বাংলা বুদ্ধিমত্তাসংবলিত বাংলা লেখার সফটওয়্যার। সফটওয়্যারটি তৈরি করেছেন শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে।
নতুন এই বাংলা লেখার সফটওয়্যারটির নাম “একুশে বাংলা কিবোর্ড।” যা গুগল প্লে স্টোর থেকে নামাতে পারবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করুন “Ekushe Bangla Keyboard” লিখে। অথবা এই লিংকে ক্লিক করুন। বর্তমানে সফটওয়্যারটির বেটা ভার্সন রিলিজ করা হয়েছে। সামনে এটির ফুল ভার্সন আসবে।
এই কিবোর্ড সফটওয়্যারটি মূলত অন্যান্য কিবোর্ড সফটওয়্যার থেকে প্রার্থক্য হলো এই কারণে, সেটি হলো – আপনি যখন এই কিবোর্ড দ্বারা কোনো শব্দ লিখবেন তখন এই কিবোর্ড সফটওয়্যারটি তার কৃত্রিম বুদ্ধি দিয়ে বুঝতে পারবে এর পরের শব্দটি কি হবে যা আপনি লিখতে চান।
সফটওয়্যারটির ডেভেলপাররা বলেন, এই কিবোর্ডটির আস্তে আস্তে আরো বুদ্ধি বাড়তে থাকবে। যার ফলে আপনার কষ্ট কম হবে। প্রথম একটি শব্দ লিখার পর পরবর্তীতে কি শব্দ লিখতে চান, কিবোর্ড তা বুঝে যাবে। যার কারণে আপনার টাইপ করার কষ্টটাও কম হবে। ধরা যাক, আপনি টাইপ করলেন “আমি তোমাকে …………..” কিবোর্ডটি তার বুদ্ধি দিয়ে বুঝে যাবে যে, আপনি টাইপ করতে চাচ্ছেন “আমি তোমাকে ভালবাসি।” যা আপনি নিচের স্ক্রিনশটটি দেখলে বুঝতে পারবেন।
কিবোর্ডটি নতুন হলেও আপনার আলাদাভাবে বাংলা টাইপ শিখতে হবেনা। কারণ এটি প্রায় অভ্র কিবোর্ডের মতোই৷ এছাড়াও কিবোর্ডটিতে দ্রুত লেখার জন্য টাইপের পাশাপাশি রয়েছে Swipe করে লেখার ব্যবস্থা। যার ফলে Swipe করে লিখলে আপনার সময় যেমন কম লাগবে আবার এক হাতে টাইপিংয়ের দক্ষতাও বৃদ্ধি পাবে।
কিবোর্ডটি বর্তমানে বেটা ভার্সনের ছাড়া হয়েছে। কিবোর্ডটির ডেভেলপাররা বলেছেন, পরবর্তীতে এটিকে আরো উন্নত করা হবে। নতুন নতুন ফিচার যুক্ত করা হবে। তাদের টার্গেট হচ্ছে বাংলা ভাষা যাতে আরো সহজে সবাই টাইপ করতে পারেন সেই দিকে। তারজন্য তারা কাজ করে যাচ্ছেন, যা আপনারা সফটওয়্যারটির পরবর্তী আপডেটের পর দেখতে পাবেন।
Post a Comment