আজকে একটি ফানি অ্যাপ নিয়ে হাজির হয়েছি। যার মাধ্যমে আপনি একটু আনন্দ পেতে পারেন। আর যারা সাপকে ভয় পান, তারা হয়তো আনন্দ পাওয়ার বদলে ভয়ও পেতে পারেন, এইক্ষেত্রে বিশেষ করে মেয়েরা ভয় পেতে পারেন। তো সেই ফানি অ্যাপটি হলো পাইথন বা অজগর সাপ নিয়ে তৈরি করা একটি থ্রিডি স্ক্রিন অ্যাপ। যা আপনার মোবাইলের ডিসপ্লেতে বিচরণ করবে। এইবার হয়তো কিছুটা বুঝে গেছেন যে, অ্যাপটি আসলে কিধরনের অ্যাপ। আর এখনো যদি না বুঝেন, তাহলেও কোনো সমস্যা নাই নিচে অ্যাপটির কয়েকটি স্ক্রিনশট তুলে ধরলাম। যার মাধ্যমে সহজেই বুঝতে পারবেন এটা কিধরনের অ্যাপ। তো চলুন প্রথমে আগে অ্যাপটি ডাউনলোড করে নেই।

অ্যাপটির নাম হলো Snake On Screen Hissing Joke. অ্যাপটি ডাউনলোড করতে - ডাউনলোড করুন লেখায় ক্লিক করুন। গুগল প্লে-স্টোরে অ্যাপটি সম্পূর্ণ ফ্রি। তবে অ্যাপটিতে অ্যাড শো করে। তবে চিন্তা করবেন না, কেননা আমি আপনাদেরকে দিচ্ছি মুড ভার্সন অ্যাপ। যার কারণে অ্যাপটি ব্যবহার করলে কোনো অ্যাড শো করবেনা এবং আপনাকে ঝামেলাও পোহাতে হবেনা।

চলুন অ্যাপটি সম্পর্কে আরো কিছু জেনে নেই। এই অ্যাপটি চালু করলে আপনার মোবাইলের স্ক্রিনে সাপ (পাইথন) এর একটি অত্যন্ত বাস্তবিক অ্যানিমেশন প্রদর্শন করবে। এটা চালু করার পর আপনি আপনি আপনার মোবাইলে গেমস খেলতে পারেন, সিনেমা দেখতে পারেন, ইন্টারনেট চালাতে পারেন কোনো সমস্যা হবেনা। 

অ্যাপটি যেইসব অ্যান্ড্রয়েড ভার্সনের মোবাইলে সাপোর্ট করবে তা দেখে নেই - Gingerbread (2.3–2.3.7), Honeycomb (3.0–3.2.6), Ice Cream Sandwich (4.0–4.0.4), Jelly Bean(4.1–4.3.1), KitKat (4.4–4.4.4), Lollipop (5.0–5.0.2) ,Marshmallow (6.0 - 6.0.1) তো আরকি আজকের মত এখানেই পোস্ট শেষ করলাম। আপনাদের যদি অ্যাপটি ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না।
আর হ্যাঁ! অবশ্যই বাংলাদেশী সফটওয়্যার ও গেমস সম্পর্কে জানতে এই www.banglarapps.epizy.com ওয়েবসাইটে ভিজিট করতে ভুলবেননা।

Post a Comment

 
Top